Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

তরলের তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পচাপ বৃদ্ধি পায় কেন?- ব্যাখ্যা কর।

 



যখন তরলের তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন উচ্চ তাপমাত্রায় তরলের গতিশক্তি বৃদ্ধি 
পায় এর ফলে তরলের পৃষ্ঠতল ভেঙ্গে চলে যায়। সুতরাং সাম্যবস্থা পূর্ণপ্রতিষ্ঠার 
পূর্বে বাষ্প অণুর ঘনমাত্রা বৃদ্ধি পায়।অবশ্য উচ্চ তাপমাত্রায় বাষ্প অণুর গড় 
গতিশক্তিও বৃদ্ধি পাবে।আবার বাষ্প ঘনত্ব এবং গড় গতিশক্তি পরম তাপমাত্রার 
সমানুপাতিক। সুতরাং তাপমাত্রা বৃদ্ধির ফলে বাষ্প চাপ বৃদ্ধি পাবে এটাই 
স্বাভাবিক। যে সব কঠিন বা তরলের সাধারণ তাপমাত্রায় তুলনামূলক ভাবে উচ্চ বাষ্প 
চাপ দেখা যায় তাদের বলে উদ্বায়ী।
যেমন- ক্লোরোফরম,কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি উদ্বায়ী তরল কিন্তু 
ন্যাপথলিন,প্যারাক্লোরোবেনজিন উদ্বায়ী কঠিন পদার্থ। কক্ষ তাপমাত্রায় এদের 
কিছু বাষ্প আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ