উদাহরণ । জনাব নীলা চৌধুরী “নীলা এন্টারপ্রাইজ”-এর মালিক। ২০১৭ সালের মার্চ মাসে তার ব্যবসায়ের কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ:
মার্চ ১ পণ্য ক্রয় ৯,০০০ টাকা।
মার্চ ২ আসবাবপত্র ক্রয় ১২,০০০ টাকা। |
মার্চ ৩ বাহারের নিকট বিক্রয় ১৫,০০০ টাকা।
মার্চ ৭ ব্যাংকে জমা দান ৮,০০০ টাকা।
মার্চ ৯ বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।
মার্চ ১২ কুঋণ সঞ্চিতি ধার্য করা হলাে ২,০০০ টাকা।
মার্চ ১৫ কুঋণ হিসেবে অবলােপন করা হলাে ১,০০০ টাকা।
মার্চ ১৮ মনিহারি দ্রব্যাদি ক্রয় ১,০০০ টাকা।
মার্চ ৩০ কর্মচারীদের বেতন প্রদান ৭,০০০ টাকা।
জাবেদা সম্পর্কে আরও বিস্তারিত নিচের পোস্টগুলোতে আলোচনা করা হলো।
0 মন্তব্যসমূহ