Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

আদর্শ গ্যাস ও আদর্শ গ্যাস স্কেল কাকে বলে ?

 যে গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে । চাপ স্থির রেখে একটি গ্যাসের তাপমাত্রা কমাতে থাকলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিক ভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে ।আদর্শ গ্যাস সর্ম্পকিত চালর্সের সূত্র হতে পরম শূন্য তাপমাত্রার মান ২৭৩ ডিগ্রি সেলসিয়াস বা ৪৫৯.৪  ডিগ্রি ফারেনহাইট ।

এই পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রার একটি স্কেল নির্ধারণ করা হয়েছে । এই স্কেল কে আদর্শ গ্যাস স্কেল 

বলা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ