আলোকবর্ষ : পৃথিবী ও নক্ষত্রের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব পরিমাপের একক
হল আলোক বর্ষ।আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই
বেগে এক বছরে আলো যে পরিমাণ পথ অতিক্রম করতে পারে তাকে এক আলোক বর্ষ বলা হয়।
আলোকবর্ষ সম্পর্কে আরও বিস্তারিত নিচের পোস্টগুলোতে আলোচনা করা হলো।
by - রেজওয়ানা আক্তার রিক্তা
0 মন্তব্যসমূহ