‘T’ ও ‘চলমান জের’ উভয় ছকে আমরা ডেবিট ও ক্রেডিট এই দুইটি শব্দ লক্ষ করেছি। ডেবিট ও ক্রেডিট | নির্ধারণ ব্যতীত হিসাব প্রস্তুত সম্ভব নয়। তাই পাঠের এই অংশে বিভিন্ন শ্রেণির হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয় নীতি ব্যাখ্যা করা হলােকোন হিসাবের বাম দিককে ডেবিট এবং ডান দিককে ক্রেডিট নামে আখ্যায়িত করা হয়েছে। শব্দ দুইটি | হিসাবকে নির্দেশনা প্রদান করে। ডেবিট শব্দের অর্থ বাম ও ক্রেডিট শব্দের অর্থ ডান। তাই হিসাব্বে বাম দিক
ডেবিট এবং ডান দিক ক্রেডিট-এটা হিসাববিজ্ঞানের একটি রীতি। দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে আমরা জানতে পেরেছি-প্রতিটি লেনদেন দুইটি বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে। একটি পরিবর্তন ডেবিট এবং অপরটি ক্রেডিট। প্রতিটি লেনদেনের দ্বারা অন্তত দুইটি হিসাবখাত প্রভাবিত হয়, একটি হিসাবের ডেবিট দিক প্রভাবিত হলে অপরটির ক্রেডিট দিক প্রভাবিত হবে। কখনই লেনদেনের দ্বারা দুইটি হিসাবের একই দিক প্রভাবিত হবে না। অর্থাৎ ডেবিট ও ডেবিট বা ক্রেডিট ও ক্রেডিট হবে না।
ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ
ডেবিট ক্রেডিট
* সম্পদ বৃদ্ধি * সম্পদ হ্রাস
* দায় হ্রাস * দায় বৃদ্ধি
* মালিকানা স্বত্ব হ্রাস * মালিকানা স্বত্ব বৃদ্ধি
* রেভিনিউ বা আয় হ্রাস * রেভিনিউ বা আয় বৃদ্ধি
* ব্যয় বৃদ্ধি * ব্যয় হ্রাস
0 মন্তব্যসমূহ