Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

কার্শফের সূত্র প্রয়োগ করে একটি হুইট স্টোন ব্রীজ সাম্য অবস্থার শর্ত নির্ধারণ

হুইটস্টোন ব্রীজ নীতি প্রতিপাদনঃ

 

চিত্রে  P,Q,S ও R এই চারটি রোধ পরপর সাজিয়ে একটি বদ্ধ বর্তনী ABCD তৈরি করা   
হয়েছে। P ও R এর সংযোগস্থল A  এবং  Q ও  S এর সংযোগস্থল C এর মধ্যে চাবি K সহ 
একটি কোষ E যুক্ত আছে। P ও Q এর সংযোগস্থল B এবং R ও S এর সংযোগস্থল D এর 
মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত করা আছে। যার রোধ G।
ইহা হুইটস্টোন ব্রীজ।
 চিত্রানুসারে B বিন্দুতে কার্শফের ১ম সূত্র প্রয়োগ করে 
পাই -

              I1-Ig-I3=0

      বা    I1=Ig+I3---------------------------(1)


আবার D বিন্দুতে কার্শফের ১ম সূত্র প্রয়োগ করে পাই -

            I2+Ig-I4=0

      বা   I4=Ig+I2---------------------------(2)


এখন,ABDA আবদ্ধ বর্তনীতে কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই -

            I1P+IgG-I2R=0 ---------------(3)


আবার,BCDB আবদ্ধ বর্তনীতে কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই -

            I3Q-I4S-IgG=0 ---------------(4)


হুইটস্টোন ব্রীজ ভারসাম্য অবস্থায় থাকলে Ig=0 তখন
1. নং হতে পাই
            I1=I3

2.নং হতে পাই
            I2=I4

3.নং হতে পাই
            I1P-I2R=0 
   বা     I2 / I1 = P / R ---------------(5)

এবং 4.নং হতে পাই
           I3Q-I4S=0 
    বা   I4 / I3 = Q / S ---------------(6)

5.ও 6.হতে পাই

        P / R = Q / S

 বা   P / Q = R / S


ইহাই হুইটস্টোন ব্রীজ নীতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ