Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

সমাস কাকে বলে,কত প্রকার ও কি কি?

 

                                                         সমাস


সমাস শব্দের অর্থ মিলন,সংক্ষেপ, একাধিক পদের একপদীকরণ।অর্থের সম্পর্ক আছে এমন একাধিক শব্দ এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করাকে সমাস বলে।যেমন-জায়া ও পতি=দম্পতি।সমাসের মাধ্যমে নতুন অর্থবোধক পদের সৃষ্টি হয় সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।


* সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ।
* সমস্ত পদের অন্তর্ভুক্ত প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে।
* সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলে উত্তরপদ বা পরপদ।
* সমস্ত পদকে ভেঙে যে ব্যাক্যাংশ করা হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বলে।


সমাসের প্রকারভেদ

সমাস প্রধানত ৬ প্রকার। 
        যথা-
                    ১.দ্বন্দ্ব সমাস
                        উদাঃবই ও পুস্তক =বইপুস্তক
                    ২.কর্মধারয় সমাস
                         উদাঃনীল যে পদ্ম=নীলপদ্ম
                    ৩.তৎপুরুষ সমাস
                            উদাঃবিপদকে আপন্ন =বিপদাপন্ন
                    ৪.বহুব্রীহি সমাস
                            উদাঃপদ্ম নাভিতে যার=পদ্মনাভ
                    ৫.দ্বিগু সমাস
                            উদাঃশত অব্দের সমাহার=শতাব্দী
                    ৬.অব্যয়ীভাব সমাস
                            উদাঃমরণ পর্যন্ত =আমরণ


এই ৬ টি প্রকার ছাড়াও আরও কিছু অপ্রধান সমাস আছে।প্রাদি সমাস,নিত্য সমাস,উপপদ সমাস,ও অলুক সমাস এর মধ্যে অন্যতম।


সমাস সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী পোস্টগুলোতে আলোচনা করা হবে।






by - রেজওয়ানা আক্তার রিক্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ