Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

Geography of Bangladesh and its Influences-বাংলাদেশের ভৌগােলিক বৈশিষ্ট্য ও প্রভাব

 Geography of Bangladesh and its Influences:

Bangladesh is situated in southern part of Asia. The political condition here changed from the very beginning of history. This is why the boundary also changed in course of time. Bengal is divided into two parts after the fall of British rule in 1947. Here the western part adjunct to India and northern part still stands with Pakistan. At first the part adjacent to Pakistan gets a name as East Bengal then changed to East Pakistan. In 1971 it became a free-sovereign state through the Great War of liberation. The new name of this country became Bangladesh. The great Himalaya is situated in the north of Bangladesh while the Bay of Bengal's widespread blue water is in southern part. Except the south-eastern part adjacent to Myanmar, the whole country is surrounded by India. The total area of Bangladesh is 1, 47,570 square kilometers. Most the landscape all over this country is plain land. A number of river-channels and canal-lakes found spread all over this country. The main rivers here are the Padma, the Brahmmaputra, the Meghna, the Jamuna, the Tista and the Karotoa. The lifestyle and history of a country depend on its geographical location. This is why, in the different parts of world we can notice different types of livelihood, customs and varied ways of life. Here the connectivity and transportation of goods depend on river as we get a plenty in number. At a time Bengal soldiers became skilled in naval warfare to defend their country form the outside invaders. Again, an agrarian society was also formed here on the basin of fertile land. The weather here is tropical. Geographical condition of this land enables the people to be calm and polite. On the other hand, due to the variation in climate, the people here also get used to fighting against the disasters as storm and cyclone that make them brave. This is why they had to struggle for decades to establish their basic rights. Therefore, it is said not only the character but also the food habit, dress, housing pattern of people here are determined by environment. This variation of landscape also gives us some extra benefits for our defence. The rivers keep our land safe form the greedy insight of foreign invaders. After all, the 1100 miles distance also played a vital role in the emergence of Bangladesh in 1971.



বাংলাদেশের ভৌগােলিক বৈশিষ্ট্য ও প্রভাব :

এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। প্রাচীনকাল থেকে অনেকবার বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে। ফলে এর সীমারেখারও অনেক পরিবর্তন হয়েছে। ইংরেজরা ভারতবর্ষ থেকে চলে যাবার পর ১৯৪৭ সালে বাংলা দুই ভাগে বিভক্ত হয়। এর পশ্চিমাংশ ভারত আর পূর্বাংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পাকিস্তানের অন্তর্গত বাংলাদেশের নাম হয় প্রথমে পূর্ববাংলা ও পরে পূর্ব পাকিস্তান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। এ রাষ্ট্রের নতুন নাম হয় বাংলাদেশ।

বাংলাদেশের উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি। দক্ষিণ-পূর্বে মিয়ানমার ছাড়া সমগ্র দেশটির বাকি সীমারেখা ঘিরে রেখেছে ভারত। বাংলাদেশের মােট আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলােমিটার। এর অধিকাংশ অঞ্চলই সমভুমি। অসংখ্য নদ-নদী আর খাল-বিল ছড়িয়ে আছে এদেশের বুকজুড়ে। মূল নদ-নদীগুলাে হচ্ছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা ও করতােয়া।

কোন দেশের মানুষের জীবনাচরণ ও ইতিহাসের ওপর সে দেশের ভৌগােলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। এ জন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা, আচার-আচরণে এত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বাংলাদেশের বিশাল সমভূমি আর প্রচুর নদ-নদী থাকায় এদেশের যােগাযােগ ও মালামাল পরিবহনের একটি বড় মাধ্যম নদীপথ । বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য নৌযুদ্ধে পারদর্শী হয়ে ওঠে বাংলার সৈন্যরা। পাশাপাশি উর্বর ভূমির কারণে কৃষিভিত্তিক সমাজও গড়ে ওঠে।

এখানকার আবহাওয়া নাতিশীতােষ্ণ। ভৌগােলিক পরিবেশ দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে। আবার ঋতুবৈচিত্র্যের কারণে ঝড়-জলােচ্ছাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী। ফলে মানুষের অধিকার রক্ষার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে। শুধু স্বভাব চরিত্র নয়, বাংলার অধিবাসীদের খাদ্য তালিকা, পােশাক, ঘর-বাড়ি সবকিছুই এদের ভৌগােলিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়েছে। বৈচিত্র্যময় এই প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার ক্ষেত্রেও বাংলার মানুষকে কিছুটা বাড়তি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ