Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা কী ? ব্যাখ্যা কর ।

  দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা


দেশের অর্থনৈতিক উন্নয়নের সুদূরপ্রসারী প্রত্যাশিত চিত্র রূপকে সামনে রেখে দীর্ঘ সময় যেমন ১০, ১৫ বা ২০ বছরের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বলে। বস্তুত একটি দেশে পরপর কয়েকটি স্বল্পমেয়াদী পরিকল্পনার সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গঠন করা হয়।

দীর্ঘমেয়াদী পরিকল্পনা উদ্দেশ্য ও লক্ষগুলাে অঙ্গ পরিকল্পনাগুলাের মধ্যে বন্টন করে দেয়া হয়। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বিরামহীন প্রক্রিয়া যার মধ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলাের মধ্যকার যােগাযােগ সব সময় অব্যাহত থাকে। কোন বছর বা পরিকল্পনার ব্যর্থতা অন্য বছর বা পরিকল্পনার সাফল্য দিয়ে পূরণ করা হয়। | বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে মাথাপিছু আয় ও পুঁজি গঠন বৃদ্ধি, কর্মসুযােগ বাড়ানাে, কৃষিতে কারিগরি পরিবর্তন, পরিবেশগত উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, অবকাঠামাে উন্নয়ন, শিল্পক্ষেত্রে কাঠামােগত উন্নয়ন, শিক্ষার মাধ্যমে জনগণের মন-মানসিকতার উন্নয়ন প্রভৃতি কর্মসূচির বাস্তবায়ন সময়সাপেক্ষ ব্যাপার। তাই এ লক্ষ্যগুলাের সফল বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়ােজন পড়ে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রধান প্রধান উদ্দেশ্য হল

১. দেশের যেসব গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি ও লক্ষ্যের বাস্তবায়ন স্বল্প সময়ে সম্ভব নয়, সেগুলাের সফল বাস্তবায়ন নিশ্চিত করা।

২. পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলাের মধ্যে সমন্বয় সাধন ও ধারাবাহিকতা রক্ষা।

৩. কোন একটি পরিকল্পনার কোন ব্যর্থতা অন্য পরিকল্পনার মাধ্যমে পূরণ করে সার্বিক অগ্রগতি বজায় রাখা।

৪. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনীতির কাঠামােগত রূপান্তর সাধণ করা।

৫. দেশের অর্থ ব্যবস্থার ভারসাম্যহীনতা দূর করে উন্নয়নের জন্য সুদৃঢ় ভিত্তি রচনা করা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ