Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

মাৎস্যন্যায়

মাৎস্যন্যায়


রাজা শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। শশাঙ্কের পর বাংলায় 
কোন যোগ্য শাসক ছিলেন না।ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়।কেন্দ্রীয় 
শাসন শক্তভাবে ধরার মত কেউ ছিল না।সামন্ত রাজারা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার 
স্বপ্ন দেখতে থাকেন এবং সংগ্রামে লিপ্ত হতে থাকেন।এই অরাজকতাপূর্ণ সময় অর্থাৎ 
৭ম-৮ম শতককে পাল তাম্র শাসনে 'মাৎস্যন্যায়' বলে আখ্যায়িত করা হয়।পুকুরে যেমন 
বড় মাছগুলো ছোট মাছ ধরে ধরে খেয়ে নেয়,বাংলায় ও ঠিক তেমন সবল অধিপতিরা ছোট ছোট   
অঞ্চলগুলোকে গ্রাস করেছিল।এই অরাজক পরিস্থিতিকেই মাৎস্যন্যায় বলা হয়।




By রেজওয়ানা আক্তার রিক্তা .

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ